অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার ব্যবস্থা চালু হয়েছে। কিছুদিন আগে দেশের অনলাইনে ট্রেনের টিকিট কেনার ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিলো কিছু সমস্যার কারণে। purchase online train ticket কিন্তু গত ২৬শে মার্চ সেই ব্যবস্থা আবার চালু হয়েছে। এখন আর ট্রেনের টিকিট অনলাইনে কিনতে কোন সমস্যা হবে না। আপনারা অনলাইনে ট্রেনের টিকেট বুক করতে পারেন। আপনি যদি ট্রেনের টিকিট কিনতে চান তাহলে আমরা আপনাকে বলবো কিভাবে ট্রেনের টিকিট কিনতে হয় এবং ট্রেনের সিট বুক করতে হয়।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
বাংলাদেশের জন্য ট্রেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ । কারণ বাংলাদেশ ঘনবসতির দেশ । আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা ট্রেনের ওপর অনেকাংশ নির্ভরশীল। কারণ ট্রেনে যেভাবে মালামাল ও যাত্রী বহন করা যায় অন্য ব্যবস্থায় তা করা যায় না।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম খুবই সহজ করেছে কর্তৃপক্ষ।বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এর অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে। railway gov bd ও eticket railway gov bd এই দুটি হলো বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কিনতে পারি। ট্রেনের টিকিট অনলাইনে কিনতে প্রথমে আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি সহজেই টিকেট কিনতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পদ্ধতি বলে দিচ্ছি।অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
মোবাইলে ট্রেন টিকেট বুকিং
- প্রথমে আপনাকে ওয়েবসাইটে https://eticket.railway.gov.bd/ প্রবেশ করতে হবে।
- প্রবেশ করার পর রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।
- আপনার নাম, ই-মেইল, মোবাইল নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নং অথবা জন্ম সনদের নং ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিতে হবে।
- এগুলো সাবমিট করার পর আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোড দিতে হবে।
- এরপর আপনার ই-মেইলে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে একটি মেসেজ আসবে । সেই মেসেজ এর ভেতরে থাকা লিংক এ আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
ট্রেনের অগ্রিম টিকিট – Train Ticket
রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি এখন অনলাইনে টিকেট কিনতে পারবেন। টিকেট কিনার জন্য টিকেট কিনার অপশনে ক্লিক করুন। সেখানে আপনে কোন স্টেশন থেকে যাবেন, কোন স্টেশনে যাবেন, কত তারিখে যাবেন, কোন ক্লাস ই যাবেন, কতটি সিট বুক করতে চান এগুলো পূরণ করে ট্রেনের টিকেট অগ্রিম কিনতে পারেন। আপনি সকল টিকেটের মূল্য সেখানে দেখে নিতে পারেন। টিকেটের বিল পে করতে পারেন ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড, ভিসা কার্ড, ব্র্যাক ব্যাংক এর অ্যাকাউন্ট ইত্যাদির মাধ্যমে।
আপনি সকল টিকেট বিক্রি হওয়ার আগে আপনাকে ট্রেনের অগ্রিম টিকিট বুক করতে হবে। তবে আপনি সর্বোচ্চ কতটি টিকেট কিনতে পারবেন তা কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে। আপনি একদিনে সর্বোচ্চ ৪ টি টিকিট, এক সপ্তাহে ৮ টি টিকেট এবং এক মাসে সর্বোচ্চ ৩২ টি টিকেট কিনতে পারেন। এটা নির্ধারণ করা হয়েছে যাতে কেউ এর দ্বারা অপরাধমূলক কাজ করতে না পারে। আপনি আপনার টিকিট যাত্রার ১০ দিন আগে বুক করতে পারেন। তবে আপনি আপনার সিট পছন্দ করতে পারবেন যাত্রার ৪৮ ঘন্টা আগে। এইভাবে আপনি আপনার ইচ্ছেমতো পছন্দের ট্রেনের টিকেট বুক করতে পারেন। আপনি যতবার ই টিকেট কিনতে চান আপনাকে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করতে হবে। তাই আপনাকে আপনার পাসওয়ার্ডটি মনে রাখতে হবে।ট্রেনের অগ্রিম টিকিট – Train Ticket
অনলাইনে ট্রেনের টিকিট – Online Train Ticket
আপনার টিকেট যদি কনফার্ম হয়ে থাকে তাহলে আপনার ই-মেইলে একটি মেসেজ যাবে। মেসেজ এ আপনার এবং আপনার যাত্রার সকল তথ্য দেওয়া থাকবে। আপনি সেইটার একটি প্রিন্ট করা কপি রেখে দিবেন। প্রিন্ট করা কপিটি আপনি টিকেট কাউন্টারে দেখালে আপনাকে ট্রেনের টিকিট দিয়ে দিবে।
বাংলাদেশে ইংরেজদের আমলে ট্রেন ব্যবস্থা চালু হয়। তবে দেশ ডিজিটাল হওয়ার সাথে ট্রেন ব্যবস্থারও উন্নতি হয়েছে। বর্তমানে সরকার আরও কাজ করছে ট্রেন ব্যবস্থার উন্নয়ন করার জন্য। বর্তমানে মেট্রোরেল চালু হয়েছে যেটি আধুনিক ট্রেন বলে পরিচিত।অনলাইনে ট্রেনের টিকিট – Online Train Ticket
অনার্স রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ ট্রেনের টিকেট অনলাইন
ট্রেনের টিকিট কাউন্টারে দাড়িয়ে টিকিট কাটা অনেক ভোগান্তির কারণ হয়ে দাড়ায়। অনলাইনে ট্রেনের টিকিট কেনার ব্যবস্থার কারণে এদেশের মানুষের অনেক ভোগান্তি কমেছে। বিশেষ করে ঈদের সময় প্রচুর সমস্যা হয় টিকেট কিনতে । দেশের রেলওয়ে ব্যবস্থাকে সহায়তা করছে সহজ নামের সংস্থা। টিকিট বিক্রি এবং এ জাতীয় সকল কাজ করবে সহজ। বাংলাদেশ রেলওয়ে সহজের সাথে ৫ বছরের চুক্তি করেছে। তবে তেমন কোন বড় পরিবর্তন করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। মোট টিকেটের প্রায় ৫০% টিকেট অনলাইনে বিক্রি করা হবে । তাই আপনি নিশ্চিন্তে আপনার ট্রেনের টিকেট কিনতে পারেন।বাংলাদেশ ট্রেনের টিকেট অনলাইন
এখন করোনার জন্য অনেকে বাসায় বসে টিকিট কাটতে চায় । তাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে। আর অনলাইনে ট্রেনের টিকেট কিনার পেমেন্ট ব্যাংকিং এর মাধ্যমে হওয়ায় তার নিরাপত্তা ব্যবস্থা জোড়দার। তাই দুশ্চিন্তার কোন কারণ নেই।